প্রশ্ন/জিজ্ঞাসা

আপনার কোন প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে তা এখানে লিখতে পারেন। আমি তার উত্তর দেয়ার জন্য সাধ্যমত চেষ্টা করব।

দ্রষ্টব্যঃ সমাধান কমেন্টের রিপ্লে হিসেবে বা ইমেইল করে দেয়া হবে।

•••••••••••••

89 thoughts on “প্রশ্ন/জিজ্ঞাসা

    • হ্যাকার সোহাগ বলেছেন:

      পোষ্টে শেয়ার বাটন দেয়ার জন্য প্রথমে আপনার ব্লগের ড্যাশবোর্ডে যান। তারপর সেখানে বামে নিচের দিকে Settings থেকে Sharing এ ক্লিক করুন। এখানে Available Services থেকে যে সব সার্ভিস দরকার সেগুলো ড্র্যাগ করে Enabled Services এ যোগ করুন এবং Enabled Services এ নিচে একটি চেক বক্স দেখতে পাবেন তা টিক দিয়ে Save Changes এ ক্লিক করুন। ধন্যবাদ।

      Like

  1. কে এই ব্লগের মালিক? দেখতে চাই…
    নাম কপি করছেন কে …
    নামের জন্য কপিরাইট আইন চালু করার দরকার কি বলেন?
    বুঝলেন কিছু? যদি বুঝেন তাহলে ভাল। না বুঝলে আমি দুঃখিত।
    দেখা যাক কখন আপনাকে দেখতে পারি…
    ব্লগের হেডারটা জোশ্‌…

    Like

  2. নাম নিয়ে কেন বড়াই কর, নাম দিয়ে কি হয়?!!

    আজকে দেখলাম নামের বেঝালে অনেক কিছুই হয়। এর জন্যই ত কই এইডা আবার কোন সোহাগ! আমি মনে করছিলাম ফয়সালই 😉

    হাসান ভায়ে ঘুরতে ঘুরতে আইসা পড়লাম আপনার এখানে 😉

    Like

  3. প্রথমেই আপনাকে ধন্যবাদ দিয়ে শুরু করছি,
    সত্য কথা হচ্ছে শুধু মাত্র আপনার ব্লগ এর পোষ্ট গুলি পডে আমি একটি ব্লগ বানাবার চেষ্টা করেছি ।
    যদিও আপনার ব্লগ পডার আগে এই বিষয়ে আমার ধারনা শুন্য ছিল।
    এবং আমাদের ব্লগটা প্রোয়োজন থেকেই তৈরি করতে হয়েছে।
    কিন্তু যেহেতু এই সম্র্পকে আমার ধারনা কম তই বেশ কিছু সমস্যায় পডেছি।
    আমার পরিচিত একজনের কাছে হেল্প চেয়েছি , সে বলেছে wordpress এ ঝামেলা blogspot বানাতে ।
    কিন্তু আমি বেশ কয়েকজনকে এই ঠিকানা দিয়েছি এবং কিছু পস্ট ও করেছি তাই blogspot এ যেতে চাচ্ছি না ।

    যদি সম্ভব হয় আমাকে নিচের কয়েকটা বিষয়ে হেল্প করেন।
    ১) যদি কেও আমাদের ব্লগে কমেন্ট করতে চায় তার কি অবশ্যই কোন মেইল আইডি থাকতে হবে?
    blogspot এর মত মেইল আইডি ছাডা কমেন্ট করা যাবেনা ?

    ২) পেস্ট বা কমেন্ট কোন screen short বা ছবি কিভাবে এড করবো ?

    আপতত এই দুইটি ই প্রশ্ন , পরে আরও করবো ইনশাআল্লাহ ।

    আপনাকে ধন্যবাদ

    Like

    • সোহাগ বলেছেন:

      যে যেটা ব্যবহার করে তার কাছে সেটাই ভাল। আমি নিজেও ব্লগার ব্যবহার করেছি। কিন্তু পরে ওয়ার্ডপ্রেসই ভাল লেগেছে।
      যাই হোক আপনার প্রশ্ন গুলোর উত্তর দিচ্ছিঃ

      ১) যদি কেও আমাদের ব্লগে কমেন্ট করতে চায় তার কি অবশ্যই কোন মেইল আইডি থাকতে হবে?
      blogspot এর মত মেইল আইডি ছাডা কমেন্ট করা যাবেনা ?
      উত্তরঃ বর্তমানে চার ভাবে ওয়ার্ডপ্রেসে কমেন্ট দেয়া যায়ঃ
      ১. ইমেইল দিয়ে
      ২. ওয়ার্ডপ্রেস আইডি দিয়ে
      ৩. ফেসবুক আইডি দিয়ে এবং
      ৪. টুইটার আইডি দিয়ে

      এই চারটার যে কোন একটা সবারই আছে। আর এগুলো ছাড়া কমেন্ট করার সুযোগ ওয়ার্ডপ্রেস দেয় না। কারন, এতে দেখা যায় নিজের পরিচয় দিতে হয়না হলে অনেকে খারাপ মন্তব্য, স্প্যামিং ইত্যাদি করতে পারে আগ্রহী হয়।

      ২) পেস্ট বা কমেন্ট কোন screen short বা ছবি কিভাবে এড করবো ?
      উত্তরঃ এইটা করার জন্য আপনাকে যে কোন ইমেজ আপলোডিং সাইটে প্রথমে ইমেজটা আপলোড করতে হবে। তারপর তা নিচের মত করে কমেন্টে দিতে হবেঃ
      <img src="picture Link" title="Picture Title" />

      যেমনঃ

      কোডঃ
      <img src="http://cache.addthis.com/icons/v1/thumbs/32x32/facebook.png" title="Facebook" />

      ফলাফলঃ

      ইমেজ আপলোড করার জন্য imgur.com এই সাইট ব্যবহার করতে পারেন। এটি ফ্রি সার্ভিস দেয়।

      আশা করি আপনার প্রশ্ন গুলোর উত্তর পেয়েছে। আর কোন প্রশ্ন থাকলে বলতে পারেন।
      ধন্যবাদ।

      Like

      • ধন্যবাদ সোহাগ ভাই আপনার উত্তর এর জন্য,
        ১ নং উত্তরটা ভালো করে বোঝেছি কিন্তু ২ নং টা আপনার কথা মত করলাম কিন্তু হলনা মনে হয় কোথাও ভুল করেছি।
        আমি প্রথমে imgur.com এ ছবি টা আপলোড করেছে
        তারপর আমার কোমেন্টস এ নিচের মত করে কোড লেখেছি

        এখানে শেষের error হচ্ছে আমার ছবির নাম
        কিন্তু ব্লগে ছবি দেখাচ্ছে না
        কোথায় কি ভুল করলাম জানালে উপকৃত হব

        ধন্যবাদ

        Like

      • সোহাগ বলেছেন:

        কোড তো ঠিকই আছে.. আপনি http://i.imgur.com এখানে ছবি আপলোড করে Direct Link এর ঠিকানাটা picture Link এর যায়গাতে দিবেন। আরেকবার ট্রাই করে দেখেন.. আশা করি কাজ হবে….

        Like

      • সোহাগ ভাই,
        কেমন আছেন ? আমার সমস্যটা এখনও সমাধান করতে পারলাম না । আমি কি ভাবে ট্রাই করেছি আপনাকে বলছি কোথায় ভুল হয়েছে দয়া করে জানাবেন ।
        আমি ছবিটা প্রথমে imgur এ আপলোড করেছি। তারপর কমেন্ট এ যেখানে ছবিটা দেখতে চাই সেখানে কার্সর রেখে উপরের বার এর img
        এখানে ক্লিক করেছি । তারপর inter the URL of the image নামে উইন্ডো আসলে imgur.com এর address ber থেকে URL কপি করে সেখানে পেস্ট করেছি । url টা হচ্ছে http://imgur.com/jdrDy .
        ওকে দেবার পর inter the description of the image আসে ।
        এখানে কি দিতে হয় ? আমি ছবির নাম যেটা ছিল সেইটা দিযেছি ।
        আমার ছবির নাম ছিল error
        কিন্তু তারপরও ছবি শো করছে না ।

        Like

  4. আলহামদুলিল্লাহ,
    আপনার পোষ্ট পড়ে সমস্যা সমাধান হয়েছে ।
    আমি আর একটি বিষয় জানেত চাই । আশা করি বিরক্ত হবেন না । কারন প্রথমেই বলেছি এ বিষয়ে আমি নতুন
    আর আপনার আন্তরিকতা দেখে প্রশ্ন করার সাহস পাচ্ছি ।
    প্রশ্ন হচ্ছে – আমার ব্লগে কয়েকটা পেইজ আছে । যেমন প্রথেম “হোম” তারপর “নেটিশ” তারপর “হেল্প ডেক্স” ইত্যাদি । আমি চাচ্ছি “হোম” এর পর “হেল্প ডেক্স” থাকবে তারপর “নেটিশ” থাকবে মানে পেইজ গুলিকে আগে পিছে করতে চাচ্ছি । এটা কি সম্ভব ? হলে কিভাবে করব ?
    আপনাকে ধন্যবাদ

    Like

    • সোহাগ বলেছেন:

      পেজ এডিট করার সময় বাম পাশের Page Attributes অংশের Order বক্সে আপনি কোন পেজের পর কোন পেজ রাখতে চান 1, 2, 3… ইত্যাদি দিয়ে দেখিয়ে দিতে পারবে। যেমনঃ ১ম পেজের Order দিবেন 1, ২য় পেজের Order দিবেন 2 … এইভাবে…

      Like

  5. ARMAN বলেছেন:

    সোহাগ ভাই কেমন আছেন ?
    অনেক দিন পর একটা জিনিস জানার জন্য আপনার দ্বারস্ত হলাম ।
    আমার ব্লগে অন্যান্য page এ কমেন্ট গুলি show অবস্থায় থাকে কিন্তু home page এ কমেন্ট গুলি show অবস্থায় থাকে না । 1 comment লেখা থাকে সেখানে click করলে তখন comments show করে ।
    এটা কিভাবে সমাধান করবো জানালে উপকৃত হবো ।
    আপনাকে ধন্যবাদ

    Like

  6. সোহাগ ভাই কেমন আছেন ?
    একটা ছোট জিনিস জানার জন্য আপনাকে স্মরণ করলাম
    আমার ব্লগ এর “home page” এই নামটা edit করে প্রথম পাতা কিভাবে লেখবো ?
    আর কোন post send করলে যেমন home page এ যায় একই ভাবে অন্য page এ
    কি এরকম post করা সম্ভব ?
    আপনাকে ধন্যবাদ

    Like

  7. আসসালামু আলইকুম ! সোহাগ ভাই কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন !
    দুইটি বিষয় জানার জন্য আপনাকে স্বরণ করলাম
    ১) ব্লগে কমেন্ট লিখার সময় বিভিন্ন প্রকার ইমু ( ছোট ছবির মত) ব্যবহার করবো কিভাবে ?
    ২) ব্লগে যদি একাধিক লেখক থাকে তারা যখন পোস্ট দেন তখন পোস্টএ তাদের নাম শো করে না । মানে কে পোস্ট লিখেছেন ভিজিটররা তা বুঝতে পারে না । এর সমাধান কি?
    আপনাকে ধন্যবাদ-

    Like

    • সোহাগ বলেছেন:

      ওয়ালাইকুম সালাম.. ভালই আছি। প্রশ্ন গুলোর উত্তরঃ

      ১. ওয়ার্ডপ্রেসে ব্লগে বা কমেন্টে ইমো গুলৌ চিহ্ন আকারে দিলে এমনিতেই ছবিতে কনভার্ট হয়ে যায়। যেমনঃ 🙂
      তবে একটা সেটিং চালু থাকতে হবে। সেটিংটা হলঃ
      Dashboard > Settings > Writing এ গিয়ে “Convert emoticons like 🙂 and 😛 to graphics on display” এ টিক চিহ্ন দিয়ে Save Changes এ ক্লিক করলেই হবে।

      ২. ব্লগে নতুন ইউজার যোগ করলে তার role দিবেন Author. তাহলে পোষ্টে নাম দেখাবে। তবে সব থিমে নাও দেখাতে পারে। আপনার বর্তমান থিমে সম্ভবত দেখায় না। আপনি অন্য থিম চেন্জ করে দেখুন। আশা করি সমাধান হবে। সমাধান না হলে তো আছিই… 🙂

      Like

  8. ধন্যবাদ সোহাগ ভাই ,
    Convert emoticons like 🙂 and 😛 to graphics on display তে টিক চিহ্ন দেয়া আছে তবুও হয়না ।
    মনে হয় আমার থিমটাতে সমষ্য ।
    আর একটা বড সমস্যায় পডেছি হেল্প করেন প্লিজ! আমার কম্পিউটারে নতুন করে xp সেটআপ দিয়েছি । তারপর থেকে বাংলা লেখা নিয়ে বিপদে আছি । আগে আমি সব ওয়েবেই ভাল করে বাংলা দেখতে পারতাম কিন্তু এখন কয়েকটা ওয়েবসাইটে বাংলা খুব ছুট দেখাচ্ছে । তবে সব ওয়েবসাইটে না । যেমন গুগুলে যখন সার্চ করি তখন লেখাগুলি অনেক ছোট দেখায় । ফায়ার ফক্স এ টাইটেল বার এ যে নাম দেখায় সেখানে বাংলাটুকু অনেক ছোট দেখায়।আপনার ব্লগের লেখাগুলিও অনেক ছোট দেখাচ্ছে । আমি আপনার ব্লগের নির্দেশ মত ফায়ার ফক্স সেটিং এ ফন্ট সিয়াম রুপালি করেছি আর ফন্ট সাইজ ২৪ করেছি । আর আপডেট ভারেন্ডা ফন্ট টা ডাউনলোড করতে পারি নাই ।
    আমাকে হেল্প করেন ভাই ।
    আপনার জন্য শুভকামনা রইল!

    Like

    • সোহাগ বলেছেন:

      বাংলা দেখার জন্য ছোট আর একটা কাজ করেন। নিচের লিঙ্ক থেকে Nirmala UI (Win8 Full).zip ফাইলটা ডাউনলোড করে এক্সট্রাক্ট করে ফন্ট ফাইল দুটো C:\Windows\Fonts ফোল্ডারে রাখুন।

      http://www.mediafire.com/?q1cyc15lby311bb

      এরপর ফায়ারফক্সের সেটিংএ আগের মত সব করে Siyam Rupali এর জায়গা গুলোতে Nirmala UI লিখুন। পিসি রিস্টার্ট দিন। আশা করি ক্লিয়ার বাংলা দেখতে পাবেন।

      Like

  9. আসসালামু আলাইকুম ! সোহাগ ভাই কেমন আছেন ? অবশেষে বাংলা ফন্ট সমস্যা সমাধান হলো । আমার একটি বোকামির এর জন্য এই জামেলাটা হচ্ছিল । ফায়ার ফক্স এ সব সেটিংই করেছিলাম কিন্তু fonts for এ bengali সেট করিনাই । আজকে আপনার সাইটে bangla problem পেইজটা ভালো করে পড়ে ভুলটা ধরতে পারলাম। আপনাকে ধন্যবাদ । আর একটি বিষয় জানার ছিল , ফায়ার ফক্স এ বা অন্য ব্রাওজারে ব্যাকগ্রাউন্ড কালার ( সাদা ) চেন্জ করে অন্য কালার ( গ্রে ) করা যায় কি ? এটা করতে পারলে আমার চখের জন্য ভালো হতো। আল্লাহ আপনার ভালো করুন !

    Like

  10. আর একটি প্রশ্ন সোহাগ ভাই ! আপনি wordpress এর কোন থিমটা ব্যবহার করেছেন । আমি কয়েকটা ট্রাই করলাম কিন্তু কোনটাতেই থিম অপশনে display full post or excerpt পেলাম না।

    Like

  11. http://www.oporajeyo.com/ এটা প্রতিবন্ধীদের একটি অনলাইন পত্রিকা… এটি ব্রাউজ করলে যে কম্পিউটারে বাংলা নেই, সেখানে ভিন্দা ফন্ট এ দেখা যায়… কিন্তু আমি দেখেছি প্রথম আলো বা বিডি নিউজ এর ক্ষেত্রে কম্পিউটারে বাংলা ফন্ট না থাকলেও “সোলাইমান লিপি” বা সায়েম রুপালিতে আসে… কিভাবে? সিএসএস এ কি পরিবর্তন আনলে বা কোড লিখলে তা হবে?

    Like

    • সোহাগ বলেছেন:

      হ্যাঁ, আপনার ধারনা ঠিক। সিএসএস এ কোড লিখে এ কাজটি করা হয়।
      গুগলে “embed font in website” দিয়ে সার্চ দিয়ে দেখুন, অনেক উদাহরন পাবেন।

      Like

    • সোহাগ বলেছেন:

      ফেসবুক একাধিক ডিভাইস থেকে লগইন করলে এ সমস্যাটি করে। এর জন্য একটা কাজ করতে পারেন, যে ফেসবুকে আপনার মোবাইল নম্বার যোগ করে দিতে পারেন, এতে পিকচার ভেরিফিকেশনের বদলে আপনার মোবাইলে কোড পাঠিয়ে আপনি রিয়েল ওয়ান কিনা ওই একাউন্টের তা ফেসবুক যাচাই করবে..

      Like

  12. সোহাগ ভাই কেমন আছেন ? আপনার পরীক্ষা কেমন হয়েছে? এখন কোথায় ভর্তি হবেন ?
    আমি একটা সমস্যায় পড়েছি । আমি যখন নতুন কোন পোষ্ট লিখতে যাই তখন টেক্স কালার কেমনে জানি হোয়াইট হয়েগেছে লেখা ঠিকই হয় কিন্তু দেখা যায় না । লেখা সিলেক্ট করলে দেখা যায় । এটার সমাধন কেমনে করবো ? সময় পেলে আমাকে একটু সাহায্য করিয়েন !

    Like

  13. সোহাগ ভাই, কেমন আছেন? অনেক দিন পর আবার আপনাকে স্বরন করলাম।
    আসলে আপনার হেল্প নিয়েই অনেকদিন আগে আমি ওয়াড প্রেস এ একটি ব্লগ শুরু করেছিলাম । আজ সেই ব্লগটি আপতত বন্দ করতে চাই। তাই এবারও আপনার সাহায্যের দরকার হলো। আমি জানতে চাচ্ছি
    ১. আমি কিভাবে আপাতত ব্লগটি বন্দ করে রাখতে পারি যেনো কেউ ব্রাউজ করতে না পারে
    ২. আমি কি আমার সাইটের ঠিকানা চেন্জ করতে পারবো নাকি পুরো সাইটি কপি করে নতুন ঠিকানায় পেষ্ট করতে হবে
    ৩. পারমানেন্টলি কিভাবে সাইটি ডিলিট করবো

    আশা করি সাহায্য করবেন! ধন্যবাদ-

    Like

  14. সোহাগ ভাই,
    আমি ভারতের থেকে বোলছি।তোমার কাছে আমার কিছু জানার আছে।তুমি যদি আমাকে বুঝিয়ে বলো তা হোলে আমার খুব উপোকার হয়।আমার প্রশ্ন হল –
    1: আমি শুনেছি সোস্যাল সাইটের মাধ্যমে রোজগার করা যায় ( যেমন – Facebook page, Google adsens, blogs ) ।সেটা কি ঠিক ?
    2: যদি ঠিক হয় তা হোলে সেটা কি ভাবে ?
    3: আরো সুনেছি যে এই প্রেমেনট পেতে গেলে নাকি PayPal এ account কোরতে হয়।সেটা কিভাবে কোরবো ?
    4: আমি একটা ফ্রি সাইট তৈরি করেছি hpage.Com এ গিয়ে।কিন্তু সেটি google search engine আসছে না।সেটা কিভাবে আসবে ?
    ## আরো কিছু জানার আছে।আবার পরে বোলবো।
    ## তুমি তোমার এই সাইট টা আমার mail এ লিখে পাঠিও।তাতে আমি মেইল থেকেই যেন তোমার এই সাইটে চলে যেতে পারি।
    তুমি আমার Facebook id তেও জানাতে পারো।আমার ফেসবুক Id হল ( http://www.facebook.com/sanjit.das.16100 ).
    ভালো থেকো।

    Like

  15. ভাই আমি আমার ফেসবুকে যেখানে ই-মেইল বা মোবাইল নম্বর দেয় সেখানে ই-মেইল নাম না দিয়েও অন্য নাম ব্যাবহার করা যায় কিন্তু আমি সেইটা পারছি না কিভাবে করব?যেমন ধরেন এইটা http://www.facebook.com/
    sanjit.das.16100 ).এখানে sanjit.das.16100 আছে আমিও এইরকম করতে চাই। ভাই দয়া করে বলবেন।দয়া কর সনজিত ভাই রাগ করবেন না, এইটা just example.

    Like

  16. মাসুদ আহম্মেদ।।। বলেছেন:

    avast install দেয়ার পর তথ্যতে ক্লিক করি। এর পরে কমপিউটার অফ হয়ে যায়।আর এখনো কমপিউটার অন করলে অন হয়ে অফ হয়ে যাচ্ছে কি করতে পারি । windows নিচ্ছে না।।।।

    Like

    • সোহাগ বলেছেন:

      সব Adobe Illustrator এ ইউনিকোড সাপোর্ট করে না.. শুধু মাত্র সর্বশেষ Adobe Illustrator CC সংস্করণেই বাংলা ইউনিকোড সাপোর্ট করে..
      আর ফটোশপে Adobe Photoshop CS6 থেকে পরের সব সংস্করণে বাংলা ইউনিকোড সাপোর্ট করে..

      Liked by 1 person

  17. Dell Opteplex 3010-i5 কম্পিউটারটি ওপেনিং-এ নীচের ডায়ালোগটি প্রদর্শিত হচ্ছে। কাজ শেষে নরমালভাবে কম্টিউটারটিকে সাটডাউন দিলে পুনরায় অটো ওপেন হয়ে যায়। বাধ্য হয়ে সুইচ বন্ধ করতে হয়। এর সমাধানে করণীয় কি দয়া করে জানালে খুশি ও উপকৃত হবো।
    “The hardware jumper is removed to override the system password setting system password has been erased and can not be change. Please conduct the hardware jumper to performance any password change”

    Like

    • সোহাগ বলেছেন:

      “The hardware jumper is removed to override the system password setting system password has been erased and can not be change. Please conduct the hardware jumper to performance any password change” ম্যাসেজটি এমনি দেখায়.. এটি কোনো গুরুত্বপূর্ণ কিছু না..

      সয়ংক্রিয় চালু সমস্যাটি বায়োসের সটিংয়ের কারনে হয়.. সমাধান এই মুহুর্তে জানানেই.. গুগলে খুজলে অবশ্যই সমাধান পাবেন..

      Like

    • সোহাগ বলেছেন:

      ডোমেইন কিনতে হয়.. ফ্রি ডোমেইন ও ব্যবহার করা যায়.. কি ভাবে যোগ করতে হয় তা তো বলতে পারছিনা.. গুগলে সার্চ দিয়ে দেখুন..

      Like

  18. Fatema বলেছেন:

    একটি ফাইল আমি কপি করি nimalaui font এ.. এখন ঐ লেখাটা convert করতে চাই sutonny mj তে কিভাবে করবো?? জরুরী প্রয়োজন

    Like

  19. বাংলা ইংরেজি ম্রিশ্রিত একটি আর্টিকেল ব্লগে পোষ্ট করার পর ফেসবুকে শেয়ার করছি কিন্তু সেখানে শুধু ইংরেজি লেখাগুলো বোঝা যায় বাংলা লেখা বোঝা যায় না এখন কি করবো

    Like

    • সোহাগ বলেছেন:

      বাংলা লিখা গুলো কি উল্টা-পাল্টা ইংরেজি অক্ষর দেখা যায়?

      যদি উত্তর হ্যা হয়, তাহলে বাংলা লিখা গুলো Bijoy ANSI তে লিখা। আপনাকে বাংলা লিখা গুলো ইউনিকোডে কনভার্ট করতে হবে। অনলাইনে bijoy to unicode লিখে সার্চ দিলে এরকম টুল পাবেন আশা করি।

      Like

  20. Masud rana বলেছেন:

    কম্পিউটারে মেনুবার উল্টা হয়ে গেলে কি করতে হবে। সাধারনভাবে start button যেখানে থাকে টা নাহয়ে উপরে উঠে গেছে কি করলে ঠিক হবে জানান প্লিজ।

    Like

    • সোহাগ বলেছেন:

      স্টার্ট মেনু বারটি (টাস্কবার) ক্লিক করে টেনে অবস্থান পরিবতর্ন করা যায়। টাস্কবারের ফাকা যায়গায় লেফ্ট ক্লিক করে যেখানে সরাতে চান (উপরে, নিচে, বামে বা ডানে) মাউস নিয়ে গেলে টাস্কবারের অবস্থান পরিবর্তন হয়ে যাবে।

      এ সুবিধাটি চাইলে বন্ধ ও করা যায়। বন্ধ করতে হলে টাস্কবারটি টেনে যে খানে রাখতে চান (উপরে, নিচে, বামে বা ডানে) ওখানে রাখুন। তারপর টাস্কবারে রাইট ক্লিক করে “Lock the taskbar” এ টিক চিহ্ন দিন। তাহলে আর ক্লিক করে টাস্কবার সরানো যাবেন।

      Like

কিছু বলে যান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.