ওয়ার্ডপ্রেস.কম (WordPress.com) – টিউটোরিয়াল – ৪ – থিম পরিবর্তন করা এবং উইজেট (Widget) যোগ করা

ওয়ার্ডপ্রেস.কম এর আজকের টিউটোরিয়ালে দেখাবো কিভাবে থিম পরিবর্তন করতে হয় এবং সাইটে উইজেট যোগ করা যায়। ওয়ার্ডপ্রেস.কম এর একটি সীমাবদ্ধতা হল এতে বাইরে থেকে থিম যোগ করা যায় না। তবে এতে ১০০+ দারুন কিছু থিম আছে। যেগুলো থেকে আপনি পছন্দ মত থিম সিলেক্ট করে দিতে পারেন। থিম সিলেক্ট করার জন্য প্রথমে আপনার ব্লগের ড্যাসবোর্ডে যেতে হবে। ড্যাসবোর্ডে যাওয়ার জন্য অ্যাড্রেসবারে আপনার ব্লগের নামের শেষে “/wp-admin/” যোগ করে এন্টার দিন যেমনঃ https://shunnokhata.wordpress.com/wp-admin/
এবার বামে নিচের দিকে থেকে Appearance এর পাশে তীর চিহ্ন (^) টিতে ক্লিক করুন। এবার এর সাব মেনু থেকে Themes এ ক্লিক করুন।

এবার যে পেজটি আসবে সেখানে র‍্যানডম ভাবে সিলেক্ট করা ১৫ টি থিম দেখাবে। এগুলোর থেকে পছন্দ না হলে Refresh বাটনে ক্লিক করুন। প্রত্যেক থিমের পিকচারের নিচে Activate এবং Preview নামে দুটি অপশন থাকে।

Activate এ ক্লিক করলে ঐ থীমটি অ্যাকটিভ হবে এবং Preview এ ক্লিক করলে ঐ থীমটিতে আপনার ব্লগ দেখতে কেমন লাগবে তা দেখা যাবে।

থীম সিলেক্টের কাজ মোটামুটি এতটুকুই। এবার দেখা যাক উইজেট যোগ করার নিয়ম।
উইজেট পেজে যাওয়ার জন্য Appearance ভাগ থেকে Widgets এ ক্লিক করুন।

তাহলে যে পেজটি আসবে সেখানে নিচের মত পাচটি ভাগ দেখতে পাবেন। প্রত্যেক ভাগে কাজ করার জন্য তার পাশের তীর চিহ্নতে ক্লিক করতে হবে।

এখান Available Widgets ভাগে মোট উইজেট গুলো দেখতে পাবেন। অনেক থীমে উইজেটের জন্য ডানে বা বামে দুটি ভাগ থাকে, প্রথমটিকে Primary Widget Area এবং অপরটিকে Secondary Widget Area বলা হয়। আর শুধু একটি ভাগ থাকলে তা হবে Primary Widget Area এবং পেজের নিচের উইজেট বারকে Footer Widget Area বলে। আপনার যে উইজেট লাগবে সেটি Available Widgets থেকে ড্র্যাগ করে আপনার ইচ্ছে মত অংশে (যেমন Primary Widget Area অংশে) ড্রপ করুন।

Available Widgets এ যে সব উইজেট থাকে সেগুলোর নাম এবং প্রয়োজনীয় উইজেট গুলোর একটু করে বর্ননা দেয়া হলঃ

Blog Subscriptions – আপনার ব্লগের ইমেইল সাবক্রাইব করার অপশন এতে দেয়া থাকে।
Blog Stats – আপনার ব্লগটি কতবার ভিজিট হয়েছে তা দেখার জন্য এটি ব্যবহার করতে পারেন। একে Hit Counter হিসেবে ব্যবহার করা হয়।
Box.net file sharing
Calender – ব্লগে ক্যলেন্ডার দেখানোর জন্য।
Categories – ব্লগের ক্যাটাগরি দেখানোর জন্য।
Category Cloud – আপনার ব্লগের ক্যাটাগরি গুলো Cloud অর্থাৎ মেঘের মত দেখতে পাবেন।
Custom Menu
del.icio.us
Flickr
Gravatar – আপনার Gravatar এর অ্যাভাটার পিকচার দেখা যাবে। এতে মাউস পয়েন্টার রাখলে আপনার Gravatar প্রোফাইল দেখা যাবে।
Image – এর মাধ্যমে আপনি ব্লগে নির্দিষ্ট কোন পিকচার দেখাতে পারবেন এবং লিঙ্কও যোগ করতে পারবেন।
Links
Meta
Pages – আপনার সব পেজ দেখাবে।
Recent Comments – আপনার ব্লগে সর্বশেষ কমেন্ট গুলো দেখাবে।
Recent Posts – আপনার ব্লগে সর্বশেষ পোষ্ট গুলো দেখাবে।
RSS
RSS Links
Search – আপনার ব্লগে সার্চ করার অপশন দেয়ার জন্য এটি ব্যবহার করতে পারেন।
Text – কোন লেখা দেখানোর জন্য এটি ব্যবহার করা হয়।
Top Clicks – সব চেয়ে বেশী যে সব লিঙ্কে ক্লিক করা হয়েছে তার লিস্ট দেখাবে।
Top Posts & Pages – টপ পোষ্ট এবং পেজ গুলো দেখাবে।
Top Rated
Twitter – আপনার টুইটারের টুইট গুলো দেখাবে।
Vodpod Videos

নিচে কয়েকটি উইজেটের সেটিং এর নমুনা দেয়া হলঃ





আশা করি নমুনা গুলো দেখে উইজেটের সেটিং সম্পর্কে মোটামুটি ধারনা হয়েছে। তারপরও কোন সমস্যা হলে দয়া করে কমেন্ট করবেন।
ধন্যবাদ।

ওয়ার্ডপ্রেস.কম টিউটোরিয়ালটি মোট ৯টি পোষ্ট এর সমন্বয়ে তৈরি করা হয়েছে। আপনাদের সুবিধার্থে টিউটোরিয়ালের সব পেজের লিঙ্ক নিচে দেয়া হলঃ

11 thoughts on “ওয়ার্ডপ্রেস.কম (WordPress.com) – টিউটোরিয়াল – ৪ – থিম পরিবর্তন করা এবং উইজেট (Widget) যোগ করা

OGNI এর জন্য একটি উত্তর রাখুন জবাব বাতিল

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.